শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
বুধবার রাত দেড়টার দিকে শেরপুর সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও খাসপাড়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে।
জানা গেছে, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল শুরু হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাথারী গুলি করতে থাকে। দুস্কৃতিকারীদের গুলিতে সবুজ মিয়া (১৮) নামক একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় নিহতের ভাই মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৯, তারিখঃ ১২/৮/২০২৪ইং, ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। মামলা দায়ের পর র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র্যাব সদস্য ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বুধবার রাত দেড়টার দিকে শেরপুর জেলার সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে ওই মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেন।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম পিপিএম-সেবা আসামি মিজানুর রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ভোরের আকাশ/ সু