logo
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৪ ১৭:০৫
যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ ২ ডাকাত আটক
ভোলা প্রতিনিধি

যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ ২ ডাকাত আটক

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে একটি দেশীয় পিস্তলসহ ২ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার দিনগত রাতে পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়। শনিবার সকালে নৌবাহিনীর অস্থায়ী কার্যালয়ে কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর এক মিডিয়া ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত ২ ডাকাত হলেন- ওই ওয়ার্ডের মনির হোসেন বেপারি এবং রাসেল হাওলাদার।

ব্রিফিং এ নৌবাহিনী জানায়, আটককৃত ২ ডাকাত নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁরা জেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। শুক্রবার দিনগত রাতে তাদেরকে আটক করার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ১টি দেশীয় পিস্তল, ৫টি রামদা, ৩টি ক্রীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম ও ৩টি দাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযানে নৌবাহিনীর সঙ্গে সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ভোরের আকাশ/ সু