logo
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪ ১৪:২৮
আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের নতুন রিট আবেদন
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের নতুন রিট আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য দুটি রিট আবেদন করেছেন। রিটে দলটির বিগত তিনটি নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি, এই মামলার রায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিক সব কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে এর আগে গত আগস্ট মাসে আরেকটি রিট করা হয়েছিল, যা বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেয়। সেই সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছিলেন, "সরকারের রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই।"

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। এই পদক্ষেপের পর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারকে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে আলটিমেটাম দেয়।

হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম তাদের ফেসবুক পেজে লিখেছেন, “আমরা দুইটি রিট করেছি। প্রথমটি হলো, আওয়ামী লীগের তিনটি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো ফিরিয়ে দেওয়ার নির্দেশনা। দ্বিতীয়টি, এই মামলার রায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার নির্দেশনা।” তারা আরও উল্লেখ করেছেন যে, রিটে দলের নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা নেই।

এখন দেখার বিষয়, হাইকোর্ট এই রিটের শুনানিতে কী সিদ্ধান্ত নেয়।

 

ভোরের আকাশ/রন