নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন সম্পন্ন হয়েছে এবং এর প্রজ্ঞাপন আজ বা কালকের মধ্যেই জারি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আইন উপদেষ্টা জানান, "নির্বাচনমুখী যাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে, সার্চ কমিটি গঠিত হলে নতুন নির্বাচন কমিশন তৈরির প্রক্রিয়া এগিয়ে যাবে এবং ভোটার তালিকা হালনাগাদসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।" তিনি আরও বলেন, "আমরা এবার অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে কাজ করছি। ভুয়া নির্বাচন নয়, জনগণের আস্থাভাজন একটি প্রক্রিয়া তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।"
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠকে আইন উপদেষ্টা আইনি ও বিচারপ্রক্রিয়ায় সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন এবং আশ্বস্ত করেছেন, "আমাদের বিচারব্যবস্থা প্রতিশোধমূলক নয়, বরং সুবিচার নিশ্চিত করবে।"
সার্চ কমিটির সদস্যরা প্রত্যেক শূন্য পদে উপযুক্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। আগের কমিটির মতো এইবারও সার্চ কমিটির নামের তালিকা শেষ পর্যন্ত গোপন রাখা হবে।
একইসঙ্গে নির্বাচন কমিশনের কর্মকর্তারা নির্বাচন প্রক্রিয়ায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকলে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে।
ভোরের আকাশ/রন