logo
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৪ ১৬:১৭
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের
অনলাইন ডেস্ক

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানগুলোকে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাবে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকা ও আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাবি অধিভুক্ত এই সাত কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দাবি জানান, বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের প্রশাসনিক এবং একাডেমিক সমস্যার স্থায়ী সমাধান হবে।

আন্দোলনে অংশগ্রহণকারী কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, "আমরা সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবি জানাচ্ছি। অথচ সরকার এই বিষয়টি উপেক্ষা করে আমাদের দাবিকে উপহাস করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। শিক্ষার্থীরা এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।"

ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন জানান, "আমরা বহুদিন ধরে এই দাবির জন্য অপেক্ষা করছি। বারবার সরকারকে সময় ও সুযোগ দিলেও আমাদের কথার গুরুত্ব দেওয়া হয়নি। এবার কমিশন গঠিত না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।"

প্রসঙ্গত, সাত কলেজ শিক্ষার্থীরা এর আগেও এই দাবিতে বেশ কয়েকবার অবরোধ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

 

ভোরের আকাশ/রন