logo
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৪ ১৭:০৬
চুন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি

চুন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরের একটি শ্মশান ঘাট থেকে ঝুলন্ত অবস্থায় সুনিল চন্দ্র মহন্ত (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের জামলারজান ব্রিজ সংলগ্ন (গুচ্ছগ্রাম) শ্মশান ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন।

সুনিল চন্দ্র মহন্ত সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম গ্রামের মৃত্যু পুলিন চন্দ্র মহন্তের ছেলে। তিনি পেশায় চুন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজার রহমান (মাফু) জানান, ভোররাতে ঘুম থেকে উঠে বাড়ির পাশের শ্মশান ঘাটে যায় সুনিল চন্দ্র। পরে শশ্মান ঘাটের ঘরের তীরের (ধর্ণা) সঙ্গে গলায় শার্ট পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে শ্মশান ঘাটে তার মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সুনিল চন্দ্র প্যারালাইসিস ও মানুষিক সমস্যায় ভুগছিলেন। আয় রোজগার না থাকায় তার সংসারে অভাব-অনাটন ছিলো। ধারণা করা হচ্ছে, অসুস্থতা ও অভাবের কারণে আত্মহত্যা করেছেন তিনি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর সুনিল চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ভোরের আকাশ/ সু