বিশ্বজুড়ে ২০২২ ও ২০২৩ সালে সাংবাদিক হত্যার সংখ্যা বেড়েছে। এই দুই বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হয়েছেন ১৬২ জন সাংবাদিক, যা আগের দুই বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি। ইউনেসকোর সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকোর মহাপরিচালক অড্রে অ্যাজৌলে এক বিবৃতিতে বলেন, "২০২২ ও ২০২৩ সালে প্রতি চার দিনে একজন সাংবাদিক খুন হয়েছেন শুধুমাত্র সত্যের সন্ধানে দায়িত্ব পালন করতে গিয়ে।" তিনি সাংবাদিক হত্যাকাণ্ডের অপরাধীদের শাস্তির আওতায় আনতে সদস্য রাষ্ট্রগুলোকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ইউনেসকোর প্রতিবেদন অনুসারে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সাংবাদিক হত্যার সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে ৬১ জন সাংবাদিক নিহত হয়েছেন। সংঘাতপ্রবণ বিভিন্ন অঞ্চলেও এ সংখ্যা উদ্বেগজনক, সেখানে ৪৪ জন সাংবাদিক নিহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাংবাদিক হত্যার বিচারহীনতা বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০০৬ সাল থেকে সাংবাদিক হত্যার ৮৫ শতাংশ মামলায় কোনো বিচার হয়নি, আর যে মামলাগুলোর বিচার হয়েছে, সেগুলোর অনেকেই দীর্ঘসূত্রিতায় জর্জরিত।
এছাড়া ২০২২ ও ২০২৩ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ১৪ জন ছিলেন নারী, যাদের মধ্যে ৫ জনের বয়স ছিল ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংঘাতপূর্ণ এলাকাগুলিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহতদের মধ্যে ৮৬ শতাংশই স্থানীয় সাংবাদিক, যা তাদের জন্য কাজের পরিবেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সচেতন ও কার্যকর ভূমিকা নেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে ইউনেসকো এ বিষয়ে দেশগুলোকে আহ্বান জানিয়েছে।
ভোরের আকাশ/রন