logo
আপডেট : ২ নভেম্বর, ২০২৪ ১৮:১৬
ট্রাম্প আগাম বিজয় ঘোষণা করলে তা ঠেকাতে প্রস্তুত ডেমোক্র্যাটরা
অনলাইন ডেস্ক

ট্রাম্প আগাম বিজয় ঘোষণা করলে তা ঠেকাতে প্রস্তুত ডেমোক্র্যাটরা

মার্কিন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনের আগে নিজের বিজয় ঘোষণা করেন, তবে তা ঠেকাতে প্রস্তুত ডেমোক্র্যাটরা। কমলা হ্যারিসের প্রচার শিবির থেকে জানানো হয়েছে, ২০২০ সালের মতো এ বছরও ট্রাম্প যদি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হবে। রয়টার্স শনিবার (২ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছেন, "ট্রাম্প যদি গণমাধ্যমের মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করেন, তাহলে আমরা তা মোকাবিলার জন্য প্রস্তুত আছি।" চলতি সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের জানান যে, নির্বাচনের দিনই তিনি জয় ঘোষণা করতে চান। তবে বিশেষজ্ঞরা বলছেন, চূড়ান্ত ফলাফল জানতে কয়েক দিন লাগতে পারে, বিশেষ করে কিছু অঞ্চলে পুনর্গণনার প্রয়োজন হলে। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী হ্যারিসের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সাধারণত প্রধান সংবাদমাধ্যমগুলো কর্মকর্তাদের দেওয়া ভোট গণনার তথ্য বিশ্লেষণ করে বিজয়ী ঘোষণা করে। যদিও প্রার্থীরা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে বিজয় উদ্‌যাপন শুরু করলেও, আগাম জয় ঘোষণা সাধারণত বিরল। ডেমোক্র্যাটিক দল এবং হ্যারিসের প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প যদি এমন কিছু করেন, তবে তা প্রতিহত করতে তারা আইনি ও গণমাধ্যমের সহায়তায় প্রস্তুত।

২০২০ সালের নির্বাচনের মতো এবারও ট্রাম্প যদি আগাম বিজয়ের দাবি করেন, তবে ডেমোক্র্যাটরা ব্যাপক প্রচার চালাবেন, যাতে সবাই ভোটের সম্পূর্ণ গণনার পরই সঠিক ফলাফল জানে। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির শীর্ষ এক কর্মকর্তা জানান, যদি ট্রাম্প মিথ্যাভাবে বিজয়ের দাবি করেন, তবে টেলিভিশনে প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য তুলে ধরতে তারা দ্রুত পদক্ষেপ নেবেন।

ডেমোক্র্যাটিক দলের কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব খাটিয়ে আগাম বিজয় দাবি করতে পারেন এবং এতে নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমও তাঁকে সমর্থন করতে পারে। বুধবার এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছেন, "যদি ট্রাম্প নিজের জয় ঘোষণা করতে চায়, তবে জনগণের সামনে সত্য তুলে ধরার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।"

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ভোটের দিন নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি জো বাইডেনের কাছে পরাজিত হন।

 

ভোরের আকাশ/রন