logo
আপডেট : ২ নভেম্বর, ২০২৪ ১৯:৫৮
জনগনের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে: ডা. জাহিদ
ঘোড়াঘাট প্রতিনিধি

জনগনের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত
বিএনপির সংগ্রাম চলবে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে সরকার গঠন করা এখন বিএনপির টার্গেট। শনিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে কর্মী সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কর্মী সভা কেবল শুরু। কর্মী সভার মাধ্যমে রংপুর অঞ্চলের ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে বিএনপির দূর্গ গড়ে তুলতে হবে। কোন অবস্থাতেই দলে বিশৃঙ্খলা করা যাবে না। কিন্তু মনে রাখতে হবে যারা বিগত ১৭ বছর রাজপথে থেকে শ্রম দিয়েছেন, মামলার ঘানি টেনেছেন তারা মূল্যায়িত হবেন। এটি আমাদের নেতা তারেক রহমানের প্রতিশ্রুতি। সুতরাং তিনি কর্মী মূল্যায়ন করবেন। আপনারা টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন।

ডা. জাহিদ বলেন, দল তার নিজস্ব নীর্তি আদর্শের মধ্য দিয়ে চলবে। কোন অবস্থাতেই ফাঁক ফোঁকর দিয়ে হাইব্রিডরা যেন ঢুকে পড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আপানরা সবাই ধানের শীর্ষের লোক। আমাদের নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের লোক হবেন। জিয়াউর রহমানের আদর্শ প্রতি অবিচল থাকবেন।

কর্মী সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম শান্ত, সদস্য সচিব মোফাজ্জল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন কৃষক দলের আহবায়ক জুয়েল সরকার, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবির ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম প্রমুখ।

ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রথমে দিনাজপুরের নবাবগঞ্জে মতিহারা তার নিজ গ্রামে যান। সেখানে তিনি প্রতবেশিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সেখান থেকে তিনি ঘোড়াঘাটের কর্মী সম্মেলনে যোগ দেন। ওই কর্মীসভা শেষে তিনি নবাবগঞ্জে পৃথক কর্মী সম্মেলনে যোগ দেন। এরপর তিনি রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

 

ভোরের আকাশ/মি