"সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যে সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩ তম সমবায় দিবস পালিত হয়েছে। আমাদের জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা পরিষদ সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে অনুষ্ঠিত ৫৩ তম সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
এ উপলক্ষে সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা উৎপল চাকমা, সাবেক সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন। আলোচনা সভা শেষে ৮ টি সমবায় প্রতিষ্ঠান ও ৪ জন সফল সমবায় কর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় সমৃদ্ধি আনে, সকলকে একতা শেখায়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিকভাবে সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।
শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও এক বর্ণাঢ্য র্যালি হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ।
এসময় অন্যান্য মধ্যে জেলা সমবায় অফিসার সাহাদত হোসেন, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক আবুল হাশেম, শেরপুর সদর সমবায় অফিসার বদরুল আলম সহ সমবায় সমিতির অন্যান্য সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সমবায় দিবস উপলক্ষে বিস্তার আলোচনা করেন। পরে ৩ জন নারী সমবায়কে ১ লাখ করে ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের দিরাইয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে দিরাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা হরন্ময় রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুর রহমান খোন্দকার। সভায় আরও বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামসুল ইসলাম খেজুর, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: দিরাই সভাপতি-প্রশান্ত সাগর দাস। সমবায়ী লিলি আক্তার, দিরাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উবায়দুল্লাহ তাহমিদ, মিনহাজ তালুকদার, ইফতেখার আহমেদ শাহানুর।
এসময় উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২রা নভেম্বর) উপজেলা প্রসাশন ও উপজেলা সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় সংগীত পরিবেশনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। পরে একটি র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উক্ত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার আবু মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মোহাম্মদ হক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানা প্রতিনিধি এসআই সুজন, উপজেলা সমবায় কর্মকর্তা ইনচান আলী, নান্দাইল বিআরডিবির সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল, নান্দাইল উপজেলা কর্মচারী কো-অপারেটিভ সমিতির সভাপতি এ,কে, রমিজ উদ্দিন আহম্মেদ, নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার জনি মল্লিক, সহকারী পরিদর্শক শরিফুজ্জামান শাকিল, কনকচাঁপা সমবায় সমিতির কোষাধ্যক্ষ আফরোজা আফরিন বিউটি সহ প্রমুখ।
এসময় উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ৫৩তম সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. হাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী, পল্লী দারিদ্র বিমোচন অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. সোহেল পারভেজসহ অনেকে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সঞ্চালনে ছিলেন সমবায়ে স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমিতির সভাপতি সুধাংশু শেখর সদাই।
পিরোজপুর প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় পিরোজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।শনিবার (২ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে স্থানীয় সমবায়বৃন্দদের নিয়ে র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ, মিনারা মাহবুব, মাহাতাব উদ্দিন আহমেদ রিপন, আব্দুল জব্বার ভুট্টো এবং আরো বক্তব্য রাখেন বিভিন্ন সমবায় অফিসের কর্মকর্তা বৃন্দ।
গোয়াইনঘাট (সিলেট): ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।
বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার মো: কপিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের জিল্লুর রহমান এবং মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহাকরী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সরোয়ার আলম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, সমবায়ীদের মধ্য বক্তব্য রাখেন সৈয়দ ফখরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুরে ৫৩-তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমবায় অফিসার রকিবুল হাসান, বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবু শিশির কুমার, বৈষম্য ছাত্র আন্দোলনের সম্বনয়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, ধানজুড়ি মিশন সমাবায় সমিতির সভাপতি হিলারিইজ হেম্রম, সমবায় সদস্য কেরবীন হেম্রম’সহ অনেকে।
ভোরের আকাশ/ সু