logo
আপডেট : ৪ নভেম্বর, ২০২৪ ১৭:৩৩
সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আরও ৫৮ প্রশিক্ষণরত এসআইকে অব্যাহতি
রাজশাহী প্রতিনিধি

সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আরও ৫৮ প্রশিক্ষণরত এসআইকে অব্যাহতি

রাজশাহী: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে ৪০তম ব্যাচের মোট ৩১০ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হলো।

গত মাসে প্রশিক্ষণ চলাকালে এসআইদের প্যারেড বিরতিতে নাশতা সরবরাহ করা হলে কিছু প্রশিক্ষণার্থী তা প্রত্যাখ্যান করে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ ও ২৪ অক্টোবর, শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫৯ জনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। নোটিসের সন্তোষজনক জবাব না পাওয়ায় ৫৮ জনকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে, গত ২১ অক্টোবর ২৫২ জন প্রশিক্ষণরত এসআইকে একই ধরনের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। শৃঙ্খলাপরিপন্থী আচরণের মধ্যে ছিলেন সিটে এলোমেলোভাবে বসে শৃঙ্খলা না মানা, প্রশিক্ষককে অমান্য করা, এবং বিনা অনুমতিতে প্রশিক্ষণ মাঠ ত্যাগ করা।

সারদার পুলিশ একাডেমি কর্তৃপক্ষের এক চিঠিতে উল্লেখ করা হয়, প্যারেড ও ক্লাসের সময় সুশৃঙ্খল আচরণ না করা, প্রশিক্ষকদের নির্দেশনা উপেক্ষা করা এবং প্রশিক্ষণ মাঠ থেকে স্বেচ্ছায় বেরিয়ে যাওয়া প্রমাণ করে এই কর্মীরা সাব–ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালনে অযোগ্য। সারদায় নিয়োগ পাওয়া ৮০৪ জন এসআইয়ের মধ্যে এসব অব্যাহত সিদ্ধান্ত প্রশিক্ষণের শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেন, শৃঙ্খলা ভঙ্গের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একাডেমির অভ্যন্তরীণ বিষয়ে সম্পূর্ণরূপে নিরপেক্ষ।

 

ভোরের আকাশ/রন