ফেনীতে ৪৯৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. রুবেল হোসেন (২৪)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের হাবিব উল্যার ছেলে। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গত মঙ্গলবার মধ্য রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং একজন মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. রুবেল হোসেন (২৪)। ওই যুবক কুমিল্লার সীমান্ত এলাকা থেকে কম দামে ওই ফেনসিডিলগুলি সংগ্রহ করে অধিক দামে বিক্রির জন্য প্রাইভেট কারে করে বিশেষ কায়দায় বস্তায় ভরে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন।
র্যাব -৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদিকুল ইসলাম ৪৯৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে ও আসামীকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানায়, মাদকসহ র্যাবের হাতে গ্রেপ্তার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/মি