logo
আপডেট : ৭ নভেম্বর, ২০২৪ ১৭:৫৮
বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সেমিনার অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি

বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সেমিনার অনুষ্ঠিত

আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় সভা কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করণীয় র্শীষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক (গ্রেড-১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ বেলায়েত হোসেন, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল পরিতোষ কুমার কুন্ড।

উক্ত সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা শেষে অতিথির মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

 

ভোরের আকাশ/মি