পিরোজপুরে শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় নব নিযুক্ত জেলা আমীরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. হেলাল বলেন , আজকে যে ভাইয়ের শপথ হলো আমরা চাই তার নেতৃত্বে একটি গণজাগরণ সৃষ্টির হবে। বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে। এখন নির্বাচনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, হুদায়বিয়ার পরে ফতেহ মক্কা হতে দু'বছর লেগেছিল। ফতেহ বাংলাদেশ হতে কত সময় লাগবে। তিনি বলেন, হুদায়বিয়ার পরে সাহাবিরা ছড়িয়ে মদিনা রান আসে কেন আসে ছড়িয়ে পড়েছিল। আমাদেরকে সাহাবীদের মত ছড়িয়ে পড়তে হবে। ঈমান আমল আখলাক সব কিছুতেই নেতৃত্বের ভূমিকায় পৌঁছাতে হবে। তিনি বলেন, আমাদের জন্য ফতে মক্কা মানে আগামী নির্বাচন। আগামী নির্বাচনে আমাদের বিজয় অর্জন করার জন্য প্রস্তুতি নিতে হবে।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন এর উদ্বোধনী কথার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য ফখরুদ্দিন খান রাযী। আরো বক্তব্য রাখেন, বরিশাল মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জামায়াত মনোনীত সংসদীয় আসন পিরোজপুর-১ এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে ফখরুদ্দিন খান রাযী বলেন, বরিশাল মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, এই ময়দানে ঘুমিয়ে আছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিঃ আমরা এই ময়দানের সংগঠনকে এক নম্বর সংগঠনে পরিণত করব।
বিশেষ অতিথি আলহাজ্ব মাসুদ সাঈদী বলেন, অন্যান্য সংগঠনের নির্বাচনে মারামারি হানাহানি হাঙ্গামা অথচ জামাত ইসলামীতে এ ধরনের কোন নোংরা কর্মকাণ্ড সংঘটিত হয় না। আল্লাহর একটি নেয়ামতের সংগঠন।
ভোরের আকাশ/ সু