logo
আপডেট : ১০ নভেম্বর, ২০২৪ ১৫:৫৮
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ল্যাব ও ডাটা সেন্টারে প্রবেশাধিকার চায় প্রসিকিউশন
ভোরের আকাশ প্রতিবেদক

ল্যাব ও ডাটা সেন্টারে প্রবেশাধিকার চায় প্রসিকিউশন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার আলামত ও সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে ডিজিটাল সাক্ষ্যসংগ্রহ প্রক্রিয়া, ডিজিটাল ফরেনসিক ল্যাব ও অনলাইন সার্ভারে প্রবেশাধিকার চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এতে করে মামলা পরিচালনা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে মনে করছেন তারা।

জানা গেছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এ বিষয়ে আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আবেদনে জানানো হয়েছে, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারের মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার সুষ্ঠু বিচারের উদ্দেশ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিজিটাল আলামত ও সাক্ষ্য অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সংগ্রহ করার নিমিত্তে আপনার অধীন মন্ত্রণালয়ের ব্যবহার উপযোগী ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং ন্যাশনাল ডাটা সেন্টারের অনুমোদিত সার্ভারে ডিজিটাল আলামত সংরক্ষণ ও সার্ভারের বিশেষায়িত সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এমতাবস্থায়, আন্তর্জাতিক মানদণ্ড এবং আইনসম্মত উপায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ডিজিটাল ফরেনসিক ল্যাব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়েবসাইট, ডোমেইন, ই-মেইল এবং সার্ভার সংক্রান্ত নিম্নলিখিত বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি:

১. মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সম্পর্কিত সংবেদনশীল ডিজিটাল সাক্ষ্য নিরাপদে সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য আইসিটি বিভাগের অন্তর্গত ন্যাশনাল ডাটা সেন্টার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং সাইবার সিকিউরিটি এজেন্সির বিভিন্ন অবকাঠামোতে বৈধ প্রবেশাধিকার।
২. আইসিটি বিভাগের অন্তর্গত ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, দলিলাদি ও সার্ভারে বৈধ প্রবেশাধিকার এবং বিশেষায়িত সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবকাঠামোগত সহায়তা প্রদান।
৩. সংবেদনশীল তথ্যের সঠিক চেইন অব কাস্টডি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবকাঠামোগত সহায়তা প্রদান।
৪. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি বিভাগ কর্তৃক নিরাপদ সার্ভার ও রাষ্ট্রীয় ডোমেইন ই-মেইল সংক্রান্ত সেবা প্রদান।
৫. সুষ্ঠু বিচার ও তদন্তের উদ্দেশে উপরোক্ত বিষয়গুলোতে অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও অবকাঠামোগত সহায়তা প্রদান।
তাই উপরোক্ত বিষয়াবলিতে সুদৃষ্টি আকর্ষণ করে এবং দ্রুততম সময়ের মধ্যে চাহিদামতো প্রবেশাধিকার এবং সুবিধাদি নিশ্চিত করার জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আধুনিক বিচার ব্যবস্থায় ডিজিটাল ফরেনসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতন নৃশংস অপরাধগুলোর তদন্তের ক্ষেত্রে আইসিটি বিভাগ কর্তৃক উপরোল্লিখিত সহযোগিতাগুলো একদিকে যেমন তদন্তের বিশ্বাসযোগ্যতা বাড়াবে, পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডগুলো নিশ্চিতের মাধ্যমে দ্রুত, সঠিক ও আইনসম্মত পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করবে।

 

ভোরের আকাশ/রন