মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কার্তিক মাসের হেমন্তের সন্ধ্যায় রোগমুক্তি কামনায় গ্রাম-বাংলার ঐতিহ্য গ্রামীণ সিন্নির আয়োজন করা হয়।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রামচন্দ্রপুর-মোল্লাপাড়া এলাকাবাসীদের আয়োজনে রামচন্দ্রপুর মসজিদ সংলগ্ন মাঠে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মাঝে রোগমুক্তি কামনায় গ্রাম-বাংলার ঐতিহ্য গ্রামীণ সিন্নি বিতরণ করা হয়েছে।
ঐতিহ্যবাহী গ্রামীণ সিন্নি খেতে বিকেল থেকে মাঠে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ জড়ো হতে থাকেন।
রামচন্দ্রপুর এলাকার আমোদ আলি (৬৬) জানান, প্রচীনকাল থেকে কার্তিক মাসে গ্রামাঞ্চলে বিভিন্ন রোগের মহামারী দেখা দিতো। কার্তিক মাসের সেই রোগমুক্তির জন্য এলাকার মুরুব্বিরা গ্রামীণ সিন্নি করে আসছেন। তার-ই ধারাবাহিকতায় আমাদের এলাকায়ও কার্তিক মাসে সিন্নি করে আসছি এবং আমাদের এলাকাসহ আশপাশ এলাকার লোকজনও সিন্নি খেতে আসেন।
আমাদের এবছরের কার্তিক মাসের সিন্নি খেতে গ্রামের ১৮০ ঘরের প্রায় পাঁচশত মানুষ সহ আশপাশের লোকজন এসেছে।
মোল্লাপাড়া এলাকার আওয়াল মোল্লা (৬০) জানান, আমরা ছোটবেলা থেকেই রোগমুক্তির জন্য কার্তিক মাসে এই সিন্নি করে আসছেন এলাকাবাসী। এলাকায় ঘুরে ঘুরে চাল ও টাকা সংগ্রহ করে সিন্নি রান্না করে, সবাই মিলে মাটিতে বসে সিন্নি খেয়ে আসছে। সিন্নি খাওয়ার মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সম্পর্কের উন্নতি হয় এবং একে অপরের পরিবারের খোঁজ খবর নিতে পারেন। আধুনিকতার যুগে গ্রামীণ সিন্নির প্রচলন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
রোগমুক্তির সিন্নি বিতরণকালে মোল্লাপাড়া এলাকার মিন্টু মোল্লা, রনি মোল্লা, বাদল মোল্লা, জমির সেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মি