logo
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪ ১৬:১৮
রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে ওআইসি ও আরব লীগ আয়োজিত শীর্ষ সম্মেলন

রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে ওআইসি ও আরব লীগ আয়োজিত শীর্ষ সম্মেলন

সৌদি আরবে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আরব লীগের আয়োজনে গতকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শীর্ষ সম্মেলন। সেখানে গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।

সৌদি রাষ্ট্র পরিচালিত আল-আখবারিয়া নিউজ চ্যানেলে একটি ফুটেজ সম্প্রচার করা হয়েছে। সেখানে দেখা গেছে, সম্মেলনে যোগদানের জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি রিয়াদে পৌঁছেছেন। সেখানে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও উপস্থিত থাকবেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গাজা ও লেবাননে ইসরাইলের আগ্রাসন আরব ও মুসলিম নেতাদের জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, সম্মেলনে বিশেষ কিছু বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে আলোচনা করা হবে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন ও লেবাননে আগ্রাসন বন্ধ করা, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা প্রদান, ফিলিস্তিনি ও লেবাননের জনগণকে সমর্থন প্রদান, চলমান হামলা বন্ধ করতে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগ করা।

কায়রোভিত্তিক আরব লীগ এবং জেদ্দাভিত্তিক অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) রিয়াদে গত বছরও এমন শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে নেতারা গাজায় ইসরাইলি কর্মকাণ্ডকে ‘বর্বর’ বলে নিন্দা করেছিলেন। যাইহোক, তারা ইসরাইলের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একমত হতে পারেনি।

সূত্র: আল জাজিরা

 

ভোরের আকাশ/রন