বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন অফিসগুলোতে সংঘটিত ক্ষয়ক্ষতি নিরূপণে ছয়টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কমিটি আগামী ১৮ নভেম্বরের মধ্যে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে প্রতিবেদন জমা দেবে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন বিভিন্ন আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে অঞ্চলভিত্তিক ছয়টি কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যেক কমিটিকে একজন উপ-সচিবের নেতৃত্বে দুই সদস্যের দলে ভাগ করা হয়েছে। কমিটিগুলোর দায়িত্বের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলো সরেজমিনে পরিদর্শন করা, মালামাল ও যানবাহনের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য ও ছবি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পাদন করা।
এই কমিটিগুলো সরেজমিনে তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট মতামতসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে সচিব বরাবর চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
ভোরের আকাশ/রন