সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটেই নির্মিত হতে পারে ফেরী ঘাট। রেল, পরিবহন ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা, সন্দ্বীপের কৃতি সন্তান অধ্যাপক ড. মুহাম্মদ ফাওজুল কবির খান শুক্রবার (১৫ নভেম্বর) কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাট পরিদর্শন শেষে এ কথা বলেন। বাঁশবাড়িয়া ঘাটকে কুমিরার সাথে যুক্ত করতে বেড়িবাঁধ দিয়ে সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। জানুয়ারি মাসে কুমিরা ঘাটে সম্পূর্ণ নতুন সি-ট্রাক আসবে, যা সন্দ্বীপবাসীর চলাচলে নতুন গতি সঞ্চার করবে বলে জানান তিনি।
উপদেষ্টা ড. ফাওজুল কবির খাঁন এ সময়ে আরও বলেন, সন্দ্বীপের মানুষের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেরী ঘাট এবং সংযোগ সড়কের মাধ্যমে মানুষ আরো সহজে চলাচল করতে পারবে।
সন্দ্বীপবাসী উপদেষ্টার এই ঘোষণায় উচ্ছ্বসিত। তারা আশা করছেন, এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে সন্দ্বীপর মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে এবং অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
ভোরের আকাশ/মি