logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪ ১৮:০৫
সাতকানিয়ায় এক ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় দোকানে আগুন
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়ায় এক ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় দোকানে আগুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোহাম্মদ জোনায়েদ এর মালিকানাধীন শাহ জব্বারিয়া মেট্রেস হাউস। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কেরানীহাটের শাহ জব্বারিয়া মেট্রেস হাউসের ভিতর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করেন ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলের পাশের দোকানে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখায় যায় যে,মাক্স পরিহিত ঐ দোকানের ভিতরে কিছু একটা দিয়ে দিতে। স্থানীয়'রা ধারনা করতেছে ঐ যুবক দোকানে আগুন লাগিয়ে দিয়েছে।

শাহ্ জব্বারিয়া মেস্ট্রস হাউসের মালিক জোনায়েদ জানান,আমাকে কিছু দিন আগে একটা অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে চাঁদা চেয়েছিল। তখন বলেছিল টাকা না দিলে আমাকে ব্যবসা করতে দিবে না কেরানীহাটে। সে হিসেবে বলতেছি আমার দোকান তারা পুড়ে দিয়েছে, আজকে দোকান পুড়িয়ে দিবার পর বিকেল বেলা আবার কল দিয়ে হুমকি দিতেছে আমাকে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলামের নেতৃত্বে ৩ টি ইউনিট ১৪ জন কর্মী নিয়ে আগুন নেভাতে কাজ করেছে এবং দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছে। এ সময় আজাদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ৩ টি ইউনিট নিয়ে আগুন নেভাতে কাজ করি, আগুনে পুড়ে ১টি দোকানে ক্ষতি হয়েছে আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতি হয়ে যেত।

স্থানীয়দের তথ্যমতে এবং মালিক পক্ষের তথ্য অনুযায়ী প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রায় একমাস ধরে কেরানীহাটে বিভিন্ন ব্যবসায়ীদের কে কল করে হুমকি দেন চাঁদার জন্য, না দিলে বোমা মেরে দোকান পুড়িয়ে দিবার হুমকি ও দেন অজ্ঞাত একব্যক্তি। এ বিষয়ে অনেক ব্যবসায়ী সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ জানানো পর ও কোন ব্যবস্থা নেন নি থানা পুলিশ।

এই বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, আমরা এবিষয়ে কাজ করতেছি, তাকে দ্রুত সময়ের ভিতর সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

ভোরের আকাশ/মি