বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি বলেন, সঠিক সময় মামলার প্রতিবেদন না আসায় ঠিকমতো মামলার কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তিনি আদালতে ঠিকমতো সাক্ষীদের হাজির করার নির্দেশ দেন।
তিনি বলেন, সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। ক্ষমতার অব্যবহার করা যাবে না। অপরাধ না করলে ভয় পাবার কিছুই ননেই। অনেক রক্তের বিনিময়ে আমরা ২৪ পেয়েছি। এটাকে ধরে রাখতে হবে। সাক্ষীদের আদালতে আসা-যাওয়াকালীন নিরাপত্তা জোরদার করতে হবে। অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা দূর করতে হবে। কারাগার থেকে বিচারাধীন মামলার আসামিদের সময়মত আদালতে হাজির করতে হবে। তাহলে যে কোন মামলার বিচারকার্য দ্রুত সম্পন্ন করা যাবে।
সভাপতি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান বলেন, সত্য কথা বলার সাবেক এক বিচারপতিকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি। সভায় বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, পিবিআই এর পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির,জেলা সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান, শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ, র্যাব-৮ এর প্রতিনিধি রেজাউল করিম, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গোলাম কবির বাদল, জেলা আইনজীবী সমিতির পিপি আবুল কালাম।
ভোরের আকাশ/মি