ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে এ বৈঠক হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। এর আগে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার।
এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিকবিষয়ক আন্ডার সেক্রেটারি (প্রতিমন্ত্রী) ক্যাথরিন ওয়েস্ট দুই দিনের সফরে গত শনিবার ঢাকায় পৌঁছেছেন। গত আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে এটিই প্রথম যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের সফর। শনিবার ব্রিটিশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই ক্যাথরিন ওয়েস্টের সফরের অন্যতম প্রধান লক্ষ্য। এতে আরও বলা হয়, সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গেও আলোচনা করবেন।
ক্যাথরিন ওয়েস্ট তার সফরের আগে বলেছিলেন, যুক্তরাজ্য বাংলাদেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে।
ভোরের আকাশ/রন