logo
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪ ১৩:০৬
‘সরকারের মেয়াদ ৪ বছর করার কথা বলেননি ইউনূস’
-অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম
ভোরের আকাশ প্রতিবেদক

‘সরকারের মেয়াদ ৪ বছর করার কথা বলেননি ইউনূস’

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছরই হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন কথা বলেননি বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। গতকাল সোমবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ভালো-মন্দ না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। পুরো বিষয়টি ক্লিয়ার করা হয়েছে, চার বছরের কথা বলা হয়নি। চার বছর রেফারেন্স আসছে যে কারো কারো ডিমান্ড ছিল পার্লামেন্টের মেয়াদ চার বছর হোক। সেই আলোকে একটা সরকারের ক্ষেত্রে এই কথা আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে এটা বলা হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ চার বছর কিংবা তারও কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ-২৯) ফাঁকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিস্তারিত জানান প্রেস সচিব। তিনি বলেন, পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। পুরো ইন্টারভিউটা আপনারা ভালোভাবে শুনেন। ইন্টারভিউতে তিনি কি বলেছেন? সংবিধান নিয়ে অনেক আলোচনা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে পার্লামেন্টের ডিউরেশন চার বছরে আনা হোক। এই পরিপ্রেক্ষিতে তিনি কথাটা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি এটা বলেননি।

 

ভোরের আকাশ/রন