logo
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪ ১৫:৫৩
সাতকানিয়ায় ঢেমশাতে ৩ বসতি পুড়ে ছাই
সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি

সাতকানিয়ায় ঢেমশাতে ৩ বসতি পুড়ে ছাই

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ ১৫ লাখ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আবুল কাশেম, তিনি আরও জানান আমরা তিন ভাইয়ের পরিবার শহরে বসবাস করি আমি আজকে দুপুরে বাড়িতে আসি, মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম কিন্তু কিভাবে যে আগুন লেগেছে বুঝতে পারতেছি না।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জান আলী সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- আবুল কাশেম, আবদুল শুক্কুর ও আব্দুল গফুর।

জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আজাদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ভোরের আকাশ/মি