logo
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪ ১৫:৫৮
শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
শেরপুর প্রতিনিধি

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শেরপুরের শ্রীবরদীতে পৌর শহরে রাস্তার পাশে অবৈধ স্থাপনা, ফলের দোকান ও সরকারি জমিতে অবৈধ ঘর উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার পৌর বাজারের হাসপাতালের সামনের টং দোকান, জেলা পরিষদ মার্কেটের সামনের ফলের দোকানসহ কাঁচা বাজারের বিভিন্ন দোকানের বর্ধিতাংশ এবং গোশতের দোকান সরিয়ে নির্দিষ্ট স্থানে বসার লক্ষে ওই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। তিনি বলেন, যানজট নিরসন, বাজার মনিটরিং, পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এ উচ্ছেদ অভিযান পরিচালিত হলো। অবৈধ দোকানপাট সরানোর পাশাপাশি দখলদারদের সতর্ক করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, যানজট নিরসনে শ্রীবরদী পৌর বাজারে রাস্তার পাশের ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে পুনরায় কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে পুলিশ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/মি