logo
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪ ১৮:০১
অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম
তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল এনবিআর
অনলাইন ডেস্ক

তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি-রপ্তানির শুল্কায়ন প্রক্রিয়ায় ব্যবহৃত আধুনিক সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’-এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সম্প্রতি এক কর্মকর্তার আইডি ও পাসওয়ার্ড চুরি করে চট্টগ্রাম কাস্টমস হাউসে একটি কনটেইনার সিগারেট খালাসের ঘটনা প্রকাশ্যে আসার পর নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

এনবিআর মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সিস্টেম হ্যাকের ঘটনা নয়; বরং সংশ্লিষ্ট কর্মকর্তার অবর্তমানে তার কম্পিউটার থেকে আইডি ও পাসওয়ার্ড চুরি করে চক্রটি অপকর্মটি চালায়। এ ঘটনার তদন্তে দুটি কমিটি কাজ করছে। এ ছাড়া পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতা নেওয়া হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা:

এনবিআর তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছে:

  1. পাসওয়ার্ড অথেন্টিকেশন: সংশ্লিষ্ট কর্মকর্তাকে গোপন পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
  2. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন: পাসওয়ার্ডের পাশাপাশি ব্যবহারকারীর মোবাইলে প্রেরিত ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) এন্ট্রি করা ছাড়া সিস্টেমে প্রবেশ করা যাবে না।
  3. আইপি ডিভাইস বাইন্ডিং: নির্ধারিত কম্পিউটার বা ডিভাইসের আইপি অ্যাড্রেস ছাড়া সিস্টেমে প্রবেশের সুযোগ নেই।

এ ছাড়া শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে প্রতি ২১ দিন পর স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড রিসেট করা হবে এবং পূর্ববর্তী তিনটি পাসওয়ার্ড বাতিল হয়ে যাবে।

অতিরিক্ত পদক্ষেপ:

  • সিস্টেমের জাভা আর্কাইভ (JAR) ফাইলগুলোতে অবৈধ ডিক্রিপশন রোধে কোড সিগনার সার্টিফিকেট চালু করা হয়েছে।
  • অ্যাসাইকুডা সিস্টেমে ব্যবহৃত কম্পিউটারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
  • বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিস্টেমের দুর্বলতা যাচাই ও নিরাপত্তা পরীক্ষার কাজ করছে। তাদের সুপারিশ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর জানায়, "অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এখন অধিক নিরাপদ। সাইবার অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজস্ব আহরণ ও সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে এনবিআর প্রতিশ্রুতিবদ্ধ।"

পটভূমি:
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) উদ্ভাবিত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ১৯৯৩ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১০০টি দেশে ব্যবহার হচ্ছে। এই সফটওয়্যারে আমদানি ও রপ্তানি কার্যক্রমের সব তথ্য সংরক্ষিত থাকে।

এনবিআরের নতুন পদক্ষেপগুলো সিস্টেম ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

ভোরের আকাশ/রন