logo
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪ ১৮:০৫
নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব
পরিস্থিতি উত্তপ্ত
অনলাইন ডেস্ক

নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক প্রস্তাব নিয়ে তর্ক-বিতর্কের মধ্যে নতুন করে ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় সময় বুধবার সকালে নিউইয়র্কে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৩টি দেশ আলজেরিয়া প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি ভেটো দেয়, আর যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত থাকে। যুক্তরাষ্ট্রের ভেটোর ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, আলজেরিয়ার প্রস্তাব যুদ্ধ বন্ধের আলোচনা বাধাগ্রস্ত করবে। অন্যদিকে, মার্কিন এই অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। ফ্রান্সের প্রতিনিধি নিকোলাস ডি রিভেরি প্রস্তাবটি পাস না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র আলাদাভাবে একটি প্রস্তাব উত্থাপন করেছে, যাতে "যত দ্রুত সম্ভব" অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটিতে গাজায় মানবিক ত্রাণ কার্যক্রমের অনুমোদন এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ প্রস্তাব নিয়েও বিতর্ক চলছে।

এর আগে, প্রেসিডেন্ট জো বাইডেন গত ৩১ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেন। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশের সমর্থন পেলেও রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিল। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বানকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

হামাস প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে।

জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর বলেছেন, "মার্কিন ভেটো ছিল একদম বেপরোয়া ও বিপজ্জনক।" অন্যদিকে, সাবেক মার্কিন বিশেষ দূত ফ্রাঙ্ক লোয়েনস্টাইন এটিকে বাইডেন প্রশাসনের ইসরায়েলি সরকারের প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।

গাজার বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের সদস্য দেশগুলো একমত হলেও যুদ্ধবিরতির বাস্তবায়ন কূটনৈতিক জটিলতায় আটকে আছে। পরিস্থিতি আরো অমানবিক ও অনিশ্চিত হয়ে পড়ছে, যখন গাজার জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

 

ভোরের আকাশ/রন