logo
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪ ১৯:৩০
খ্রিস্টান চার্চে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ
ভোরের আকাশ প্রতিবেদক

খ্রিস্টান চার্চে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ

বাংলাদেশে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিব্রত অবস্থায় ফেলার চেষ্টা করছে একটি চক্র। এই অপচেষ্টা বাস্তবায়ন করতে বুধবার চার্চ অব বাংলাদেশের প্রধান মডারেটর(আর্চ বিশপ) এর বাসভবন সেন্ট থমাস চার্চে হামলার চেষ্টা চালায় তারা । চার্চের কিছু বিপদগামী সদস্য বহিরাগতদের ব্যবহার করে এই ঘটনা ঘটায়। গত কয়েক মাস ধরে এই চক্রের সদস্যরা নানাভাবে মডারেটর ও চার্চের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দু’ শতাধিক খ্রিস্টভক্তের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ আনা হয়েছে।

এসময় বক্তব্য রাখেন হালুয়াঘাট ডিনারীর সেক্রেটারী সুরঞ্জন রাকসাম, চার্চের সদস্য আল্পনা জাম্বিল, আদিবাসী সংগঠক বুলবুল রিছিল, চার্চের সদস্য উত্তম দারু,অনিমা রেমা, চন্দন চিরান, তুহিম মৃ ,বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের(বাগাছাস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্যাট্রিক চিসিম প্রমুখ।

বুলবুল রিছিল বলেন, শান্তিপ্রিয় খ্রিস্টান সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিতে তৎপর একটি চক্র। তারা চার্চের বিভিন্ন স্থাপনা দখলে নিতে চায়। তাদের অন্যাায় প্রস্তাবে রাজি না হওয়ায় চার্চ কর্তৃপক্ষের ওপর ক্ষেপেছে তারা। চার্চে হামলা ও অপপ্রচার চালিয়ে তারা সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায়। এই সন্ত্রাসী চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বুলবুল রিছিল।

সুরঞ্জন রাকসাম বলেন, সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিচারের আওতায় আনতে হবে। খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই অসাধু চক্রের অত্যাচার ও হুমকিতে আজ আতঙ্কে আছেন খ্রিস্টভক্তরা।

আল্পনা জাম্বিল বলেন, আমরা শান্তি চাই। অন্তর্বর্তী সরকারকে সমালোচনায় ফেলতেই চক্রটি এমন অপকর্ম করছে বলে আমরা মনে করি। সুষ্ঠু তদন্ত করে এই চক্রের প্রত্যক সদস্যের বিরুদ্ধে আইনী ব্যবস্থা দাবি করছি।

 

ভোরের আকাশ/মি