logo
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪ ১৬:৫৮
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ডিম নিক্ষেপ
দুই দিনের রিমান্ড মঞ্জুর
অনলাইন ডেস্ক

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ডিম নিক্ষেপ

হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ডের আদেশ দেন। আদালতে হাজির করার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

বেলা ১টার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে সুমনকে আদালতে আনা হয়। ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশের সময় শতাধিক মানুষের ভিড় থেকে তাকে লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। এ সময় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার শাস্তির দাবিতে স্লোগান দেন।

ডিম নিক্ষেপের সময় বিক্ষুব্ধ লোকজন "ফাঁসির দাবি" জানিয়ে মিছিল করে। যদিও কারা ডিম নিক্ষেপ করেছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। পরে তাকে আদালতে তোলা হলে, এজলাসে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য।

গত ১৬ জুলাই চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, বিকেল সাড়ে ৪টায় সুমনের নির্দেশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়, যাতে অনেকে আহত হন। ১১ সেপ্টেম্বর উপজেলার যুবদল নেতা নাছির উদ্দিন বাদী হয়ে সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুল ইসলাম জানান, অধিকতর তদন্তের জন্য রিমান্ড প্রয়োজন। অন্যদিকে সুমনের আইনজীবী দাবি করেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হওয়ার পর সুমন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। রিমান্ড শুনানির তারিখ ধার্য হওয়ায় বুধবার তাকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।

আদালতে যাওয়ার সময় তিনি (সুমন) সাংবাদিকদের বলেন, “আমি কারাগারে রয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই। আমি চাই বাংলাদেশ ভালো থাকুক, হবিগঞ্জ ভালো থাকুক।”

আদালত প্রাঙ্গণে সুমনের এক সমর্থক ভিডিও ধারণের চেষ্টা করলে আইনজীবীরা তাকে ধাওয়া করেন। তবে ওই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

মামলার এই ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ভোরের আকাশ/রন