logo
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪ ১৭:৪৬
শাহজাহান ওমরের গাড়িতে হামলা
মামলা করতে গিয়ে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

শাহজাহান ওমরের গাড়িতে হামলা

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করতে গিয়ে তিনি নিজেই গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজাপুর থানায় মামলা দিতে গেলে কাঁঠালিয়া থানায় একটি পূর্বের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের তার বাসভবনে হামলা চালায় এবং জানালার কাচ ভেঙে ফেলে।

বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরে আসার পথে পিংড়ি এলাকায় শাহজাহান ওমরের গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। দুর্বৃত্তদের হামলায় তার গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনিও আহত হন। পরে তিনি গ্রামের মধ্য দিয়ে বিকল্প পথে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান নিয়ে অবরুদ্ধ করে রাখেন। এসময় পুলিশ তাকে কাঁঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখায়।

ব্যারিস্টার শাহজাহান ওমর অভিযোগ করে বলেন, “আমি বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে, আমিও আহত হয়েছি। আমি রাজাপুর থানায় মামলা করতে গেলে পুলিশ জানায়, আমার নামে পূর্বে একটি মামলা রয়েছে। কিন্তু সেই মামলা সম্পর্কে আমি কিছুই জানতাম না।”

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, “ব্যারিস্টার শাহজাহান ওমরকে কাঁঠালিয়া থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া শাহজাহান ওমরের বিরুদ্ধে বিএনপির ক্ষোভ দীর্ঘদিনের। তার রাজাপুর সফরের আগাম সংবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল আয়োজন করেন, যা সহিংসতায় রূপ নেয়।

পরে তাকে আদালতে তোলা হলে কোনো আইনজীবী না থাকায় শুনানি ছাড়াই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজ বিনতে শহীদ।

 

ভোরের আকাশ/রন