logo
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪ ১৩:২৬
সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস
ড. ইউনুস, খালেদা জিয়া ও ড. সুকোমল বড়ুয়ার কুশল বিনিময়
অনলাইন ডেস্ক

ড. ইউনুস, খালেদা জিয়া ও ড. সুকোমল বড়ুয়ার কুশল বিনিময়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষ রাজনৈতিক, সামাজিক এবং উচ্চপদস্থ সরকারি ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানসহ দেশের আরও অনেক বরেণ্য ব্যক্তি।

অধ্যাপক সুকোমল বড়ুয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তিনি ড. ইউনুসের সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে দেশের শান্তি ও সম্প্রীতি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং ডা. জাহিদসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আলী ইমাম মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন অধ্যাপক সুকোমল বড়ুয়া।

অনুষ্ঠানটি ছিল এক বিরল মিলনমেলা, যেখানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে একত্রিত হয়েছিলেন সবাই।

 

ভোরের আকাশ/রন