বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের ১০ পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব ’৮৯ লিমিটেড। এ জন্য প্রয়োজনীয় সব ব্যয় নির্বাহ করবে সংগঠনটি। এ লক্ষ্যে ১৯ নভেম্বর শ্রীপুর এলাকা পরিদর্শন করেন ক্লাব ’৮৯ এর সদস্যরা।
এসময় সংগঠনটির সভাপতি মাহাবুব-উল ইমাম (তমাল); মহাসচিব এ. এইচ. হাশিম আহমেদ (নিপু); যুগ্ম-মহাসচিব আসফ কবীর চৌধুরী (শত) এবং কোষাধ্যক্ষ সোহেল অমিতাভ উপস্থিত ছিলেন। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ। এ বছর বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়ে ফেনী জেলা। বন্যাদুর্গত এলাকায় বহু মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে।
ভোরের আকাশ/মি