logo
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪ ১২:৫৪
পুঁজিবাজারে মূলধন কমেছে পৌনে ২১ হাজার কোটি টাকা
ভোরের আকাশ প্রতিবেদক

পুঁজিবাজারে মূলধন কমেছে পৌনে ২১ হাজার কোটি টাকা

দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২১ নভেম্বর) সকল সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সময়ে উভয় পুঁজিবাজারে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একই সঙ্গে বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জে মোট বাজার মূলধন কমেছে ২১ হাজার ৮৫৯ কোটি ৬৮ লাখ টাকা। শনিবার (২৩ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৭.৭৫ পয়েন্ট বা ২.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬৭.৩৬ পয়েন্ট বা ৩.৩৯ শতাংশ কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৩৭.৯৬ পয়েন্ট বা ৩.১৯ শতাংশ কমে ১ হাজার ১৫১ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ৪৪.৮০ পয়েন্ট বা ৪.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫ পয়েন্টে। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি ১২ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৯৫৯ কোটি ৯২ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২ হাজার ৩২৯ কোটি ২ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭০ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৪১ কোটি ৮ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ২৮৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর লেনদেন হয়নি ৩১টির। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৫.৯৫ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২.৬৫ শতাংশ কমে ১২ হাজার ৭৭ পয়েন্টে, সিএসসিএক্স ২.০১ শতাংশ কমে ৮ হাজার ৮৭৯ পয়েন্টে, সিএসআই সূচক ২.৮৩ শতাংশ কমে ৯২৯ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ০.৫২ শতাংশ কমে ২ হাজার ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৬৮৫ কোটি ৭২ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৯ হাজার ৫৮৫ কোটি ৪৮ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৮৯৯ কোটি ৭৬ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪০ কোটি ২৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২৯ কোটি ৫৭ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯০টির, দর কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির শেয়ার ও ইউনিট দর।

 

ভোরের আকাশ/রন