পিরোজপুর সদর উপজেলার ১১১ নং মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সম্মুখে অবৈধভাবে গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে রবিবার (২৪নভেম্বর) বেলা ১১ টায় পিরোজপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সম্মুখে সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবৈধভাবে বিভিন্ন কোম্পানির পরিবহন বাস পার্কিং এর বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত ছিলেন মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আরজু, সহকারী শিক্ষক কানিজ সুলতানা, মিলি রায় সহ বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, রাস্তার দুই পাশে বাস রেখে সাধারণ মানুষের চলাচলে বিঘœ ঘটায় এবং যত্রতত্র ভাবে গাড়ি রাখা হয়। এখানে একটি প্রাইমারি স্কুল আছে যেখানে কমলমতি শিশুরা বিদ্যালয় আসে। স্কুলের সামনে গাড়ি পার্কিং করে রাখা হয় যেটা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্ন ঘটায়।
এছাড়া শিক্ষার্থীরা বিদ্যালয়ে শুরু এবং শেষ হবার সময় রাস্তা পাড় হতে গেলে প্রাই দুর্ঘটনার শিকার হতে হয়। বারবার কর্তৃপক্ষকে বলার পরেও কোন পদক্ষেপ নেয়নি। আমরা এই সমস্যার সুষ্ঠু সমাধান চাই, যাতে এখানে কোমলমতি বাচ্চারা ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসতে যেতে কোন ধরনের যানবাহনের কারণে বাধার সম্মুখীন না হয়। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ভোরের আকাশ/মি