logo
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪ ১৭:২৯
মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সন্দ্বীপের অন্যতম সামাজিক সংগঠন মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে 'মাস্টার কামাল উদ্দিন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪' একযোগে তিনটি কেন্দ্রে কালাপানিয়া উচ্চ বিদ্যালয়, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় ও সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে ২৩ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।। এবারের পরীক্ষায় ৪র্থ, ৭ম ও ৯ম শ্রেণির শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১৭২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শ্রেণি অনুযায়ী অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা-চতুর্থ শ্রেণির ৫৩৩ জন, ইবতেদায়ী মাদরাসার চতুর্থ শ্রেণির ১৫০ জন, সপ্তম শ্রেণির মোট ৫৮৩ জন এবং নবম শ্রেণির মোট ৪৫৬ জন। কেন্দ্র অনুযায়ী অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ে ৫৬৬ জন, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় ৬৭৭ জন এবং সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় ৪৭৯ জন। হল সমুহে হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন, কালাপানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রধান শিক্ষক ছানা উল্যাহ, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রধান শিক্ষক আবদুর রহমান ভুঁইয়া রিপন এবং সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাবেক প্রধান শিক্ষক রিদোয়ানুল বারি বাহার। কেন্দ্র সমুহে সহকারী হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন, কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ে মাস্টার মোশাররফ হোসেন, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে সাইফুল ইসলাম এবং সাউথ সন্দ্বীপ হাই স্কুলে মাস্টার আলমগীর হোসেন। কেন্দ্র তিনটিতে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাঈন উদ্দীন, সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করিমুল মাওলা। উক্ত বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এবং উপ পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে সুপার মাওলানা সোলায়মান চৌধুরী দায়িত্ব পালন করছেন।

পরীক্ষা কেন্দ্র তিনটি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অধ্যাপক নুরুল আকতার হোসেন, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি ব্যাংকার সামছুল আজম অঞ্জু, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারেফ হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিরাজ, সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত রায়, সন্দ্বীপ উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হানান, বৃত্তি পরীক্ষার সদস্য সচিব মনিরুল ইসলাম, চরবাটা আর জি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফয়েজ উল্ল্যাহ, সন্বীপ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, কবি কাজী শামসুল আহসান খোকন, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, সন্দ্বীপ মহিলা আলিম মাদরাসার সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ, মাস্টার কামরুল আহসান নান্টু, রেজাউল করিম গাজি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগন।

 

ভোরের আকাশ/মি