ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। সোমবার (২৫ নভেম্বর) এই আদেশের ফলে আপাতত ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে গত ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকা মহানগর এলাকায় তিন কার্যদিবসের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। সেই সঙ্গে রিকশা চলাচল বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের হাইকোর্টের আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
চেম্বার আদালতের শুনানিতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
এর আগে রোববার ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়সহ রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চালকরা সড়ক অবরোধ করেন। এই কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে অন্তত ১৫ জন আহত হন।
প্যাডেলচালিত রিকশা মালিকদের সংগঠন ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট’-এর দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেন। সংগঠনের দাবি, ব্যাটারিচালিত রিকশার কারণে প্যাডেলচালিত রিকশা চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
চেম্বার আদালতের এ আদেশের মাধ্যমে আপাতত রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে আইনগত কোনো বাধা থাকছে না। তবে হাইকোর্ট বিভাগকে এই বিষয়ে এক মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/রন