logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৪ ১৬:০৪
পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্ভোধন
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্ভোধন

'তথ্যেরঅধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ স্লোগান নিয়ে পিরোজপুরে দুই দিনব্যাপীতথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর )সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটির (সনাক) এরআয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর টাউন হল চত্বরে এ মেলার উদ্বোধন করাহয়।

সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এম এরব্বানী ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন , অতিরিক্ত পুলিশ সুপারমুকিত হাসান ।

এসময় জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকারআইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে। তিনি তথ্যের স্বেচ্ছায় প্রকাশ এবং প্রয়োজনীয়তথ্য সরবরাহে ইতিবাচক সহযোগিতা প্রদানের জন্য সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থাকে অনুরোধকরেন। ৎ

সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইনের যথাযথপ্রয়োগ অত্যন্ত জরুরি। এসময় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন২০০৯ বাস্তবায়নে সকলকে সক্রিয় হওয়ার আহ্বানজানান।মেলায় মোট ৩০টি স্টল প্রদর্শন করা হচ্ছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে। দুদিন ব্যাপী এ মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মেলায় থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতাসহ নানা আয়োজন।

 

ভোরের আকাশ/মি