logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৪ ১৯:৪৫
ঈশ্বরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার। মঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানায়, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালি গ্রামের বাসিন্দা চাকরিচুত্য পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ দীর্ঘ দিন ধরে প্রতিবেশীদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এলাকাবাসীর অভিযোগ তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, চুরি, ডাকাতি ও ভূমি সংক্রান্ত ১৪ থেকে ১৫টি মালালা দিয়েছে। সর্বশেষ ১৮ নভেম্বর ২০২৪ তারিখে আরেকটি লুটপাট ও ভাংচুরের মামলা দিয়েছে শহিদুল্লাহ। একেরপর এক মামলা দিয়ে এলকাবাসীকে এই হয়রানি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারদ্বয়ের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন মো. জুয়েল মিয়া। ওই সময় অভিযুক্ত শহিদুল্লার সহোদর ভাই আব্দুল জব্বারসহ ১২টি পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এব্যাপারে অভিযুক্ত শহিদুল্লাহকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। উপরোন্ত অভিযোগকারীরা তার সম্পত্তি জোর দখল করে নিয়ে গেছে। সরেজমিনে তদন্তের দাবী জানান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে শহিদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ সু