গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেনা সদস্যের বাড়ির পাশের জমিতে লাগানো অর্ধশতাধিক ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে নষ্ট করে দেয়।
ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুর (গোয়ালবাড়ি টোন) গ্রামে। ক্ষতিগ্রস্ত গাছ মালিক শাহ মো. ইমরান হোসেন ওই গ্রামের শাহ মো. শাহাজাদার ছেলে। ইমরান হোসেন রামু সেনা নিবাসে কর্মরত।
এ ঘটনায় ইমরান হোসেনের বাবা শাহ মো. শাহাজাদা বলেন, দুই বছর আগে বাড়ির পাশে নিজেদের জমিতে ইউক্যালিপটাস গাছগুলো রোপন করে ছেলে ইমরান। ছেলে চাকরি করায় বাড়িতে গাছগুলো তিনি দেখাশুনা করেন। অল্প সময় হলেও গাছগুলো বেশ বড় হয়ে উঠে। কিন্তু বুধবার সন্ধ্যার পর গাছগুলো ধারালো অস্ত্র দিয়ে কে বা কারা কেটে ফেলেছে তা জানি না।
তিনি বলেন, আমাদের কারো সঙ্গে তেমন কোনো বিরোধ নেই। কিন্তু হঠাৎ করেই কেন এভাবে গাছ কেটে নষ্ট করা হলো তা বুঝতে পারছিনা। ঘটনাটি ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দেখাই।
এ বিষয়ে সেনা সদস্য শাহ মো. ইমরান হোসেন মুঠোফোনে বলেন, কারও যদি শত্রুতা থাকে, তাহলে আমার পরিবারের সঙ্গে রয়েছে। কিন্তু গাছগুলো তো আর দোষ কিংবা ক্ষতি করেনি। এমন ঘটনা অমানবিক ও অমানুষের কাজ। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে। আশা করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, গাছ কেটে ফেলার বিষয়ে অভিযোগ নিয়ে এখনো কেউ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/রন