logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৪ ১৬:৫০
সিরাজগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

সিরাজগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম. মুনসুর আলী অডিটরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গণঅভ্যুত্থানের স্মরণসভায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন, লে. কর্নেল নাহিদ আল আমিন, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, ছাত্র সমন্বয়ক জুবায়ের ঈশান, মুনতাসির মেহেদী প্রমুখ।

স্মরণসভায় আন্দোলনে জেলায় আহত ও নিহত পরিবারের সদস্যরা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিহতদের বাবা-মা আন্দোলনের দিনগুলোর বিভীষিকার পাশাপাশি সন্তান হারানোর বেদনার কথাও তুলে ধরেন।

তারা ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার বিচার দাবি করেন এবং দেশে আর যেন কোনো স্বৈরাচারী সরকারের আবির্ভাব না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ ছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

ভোরের আকাশ/রন