logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৪ ১৭:১৬
কেরানীহাট ব্যবসায়ীদের মহাসড়কে অবস্থান কর্মসূচি ঘোষণা
প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ

চাঁদাবাজদের গ্রেপ্তারে প্রশাসনের ব্যর্থতায় ক্ষুব্ধ সাতকানিয়ার কেরানীহাটের ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করায় আগামী ৫ ডিসেম্বর কেরানীহাট এলাকায় সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (২৭ নভেম্বর) কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির অফিসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি জয়নাল আবেদীন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম।

ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, গত দুই মাসে এলাকার ব্যবসায়ীদের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছে একটি চক্র। চাঁদা না দেওয়ায় দুটি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সাতকানিয়া থানায় ১৫টি অভিযোগ, একটি জিডি ও একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

ব্যবসায়ী নেতারা আরও জানান, আগামী ২ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাব-৭ এর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও যদি চাঁদাবাজদের গ্রেপ্তার না করা হয়, তাহলে ৫ ডিসেম্বর কেরানীহাট এলাকায় সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে এবং ১০ ডিসেম্বর মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

 

ভোরের আকাশ/রন