logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৪ ২২:৪৩
ইএসডিও কতৃক মাল্টি-স্টেকহোল্ডারদের সাথে শেয়ারিং কর্মশালা
বরিশাল ব্যুরো

ইএসডিও কতৃক মাল্টি-স্টেকহোল্ডারদের সাথে শেয়ারিং কর্মশালা

স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের বাইরে কিশোরী এবং যুবতী নারীদের বাজারের সাথে ক্ষমতায়ন করা, পেশাগত দক্ষতা, স্থানান্তরযোগ্য দক্ষতা এবং চাকুরির নিশ্চয়তা প্রদান করার বিষয়ে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) এর আয়োজনে বৃহস্পতিবার (২৮ ই নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর সিএনবি রোড, সেইন্ট বাংলাদেশ প্রশিক্ষণ হলরুমে ইএসডিও-এএলপি প্রজেক্টর বরিশাল জেলার মনিটরিং এন্ড ডকুমেন্টশন অফিসার মোঃ মাহ্ফুজুর রহমান এর উপস্থাপনায় মাল্টি-স্টেকহোল্ডারদের সাথে শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার, বরিশাল জেলা প্রশাসন মোঃ মারজানুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শহীদ উল্লাহ সহকারি কমিশনার, বরিশাল, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল মোঃ শামীম চৌধুরী, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বরিশাল মেহেরুন নাহার মুন্নি, জেলা সমাজসেবা অফিসার, ইসমত আরা খানম, ই এসডিও এ এলপি প্রজেক্ট বরিশাল সেন্টার এর ইনচার্জ মানিক মিয়া, বিভিন্ন এনজিও কর্মকর্তা সহ প্রশিক্ষনথী ও প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়া প্রশিক্ষনথীরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আজমিরী খানম, মারুফা আক্তার, তানজিলা, ট্রেইনার মোঃ সালাম ও বৃষ্টি দাস। শেয়ারিং কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ ফারুক হোসেন, এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার ই এসডিও এ এলপি প্রজেক্ট, বরিশাল।

এসময় প্রকল্পের অগ্রগতি ও সার্বিক বিষয় সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থাপনা করেন সুস্মিত সরকার, মনিটরিং এন্ড ডকুমেন্টশন অফিসার, ইএসডিও-এএলপি প্রজেক্ট ।

প্রকল্পের সার্বিক বিষয় তিনি বলেন, আমরা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কে প্রতিনিধিত্ব করি। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) জীবিকা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেমন পানি ও স্যানিটেশন, পুষ্টি, মা ও শিশুর স্বাস্থ্য সেবা বৃদ্ধি পর্যবেক্ষণ, টিকাদান, আর্সেনিক প্রশমন এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের চাহিদাকে গুরত্ব দিয়ে ১৯৮৮ সালের সূচনালগ্ন থেকে ESDO এর লক্ষ্য "আমরা সকল বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই"।

আমরা ইউনিসেফের সাথে অংশীদারিত্বের ভিত্তেতে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া সবচেয়ে প্রান্তিক কিশোরী মেয়ে এবং যুবতী মহিলাদের (১৫-২৪ বছর) চ্যালেঞ্জ এবং সুযোগগুলি চিহ্নিত করে, বাজারের সুযোগ, চাহিদা, পরিসেবা প্রদানকারী বা দক্ষতার সুযোগ অন্বেষণ করে দেশের সাতটি নির্বাচিত জেলা ভোলা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, গাজীপুর, শেরপুর ও জামালপুর জেলায় অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম (এএলপি) এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া, দরিদ্র ও সুবিধা বঞ্চিত কিশোরী ও যুবতী (১৫-২৪ বছর) মেয়েদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছি।

এই প্রকল্পের আওতায় কিশোরী ও যুবতী মেয়েদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের চুড়ান্ত লক্ষ্য নিশ্চিতকরণের জন্য ইএসডিও-এএলপি- ইউনিসেফ প্রোগ্রাম, প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝড়ে পড়া, দরিদ্র ও সুবিধা বঞ্চিত বেকার যুব নারীদের বিভিন্ন দক্ষতা উন্নয়ণমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান করবে, যাতে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের এসব নারীদের বিকল্প আয়ের ব্যবস্থা হয়। তারই ধারাবাহিকতায় আমরা নির্দিষ্ট সময় পরপর চাকুরী মেলার আয়োজন করে থাকি যেখানে তারা তাদের দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে। এই (ALP) প্রোগ্রামে শিক্ষানবিশ প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং কেন্দ্র ভিত্তিক প্রশিক্ষণ নামে তিন মডেলে প্রশিক্ষণ দেয়া হয়।

ইএসডিও -এএলপি প্রোজেক্টটি ভোলাসহ আরো পাঁচটি জেলায় চলমান । বর্তমান এ প্রকল্পের অধীনে তিনটি মডেলের ট্রেনিং চলমান । এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষানবিশ, উদ্যোক্তা উন্নয়ন এবং সেন্টার বেইজ প্রশিক্ষণ । বর্তমানে বরিশালে ১৩৪০ জন অনানুষ্ঠানিক শিক্ষানবিশ, উদ্যোক্তা উন্নয়ন এবং সেন্টার বেইজ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত আছে । যার মধ্য থেকে ১২৩৫ জন প্রশিক্ষণ শেষ করেছে । প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীদের মধ্যে ৯৫৯ জন বিভিন্ন ট্রেডে জব প্লেসমেন্টে আছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পরা ও ঝরে পরা নারীদের নিয়ে কাজ করছে eco social development organization. ( ই এসডিও) এর মত প্রতিষ্ঠানগুলোর অনেক ভূমিকা রয়েছে। তিনি এই প্রজেক্ট এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন, পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে এমন প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন।

 

ভোরের আকাশ/মি