কলকাতার উত্তর মানিকতলা এলাকার প্রখ্যাত জেএন রায় হাসপাতাল ঘোষণা করেছে, তারা এখন থেকে বাংলাদেশের রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবে না। এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, বাংলাদেশের কিছু স্থানে ভারতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ।
শুক্রবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি বা চিকিৎসাসেবা প্রদান করবে না। হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত জানান, "ভারতের পতাকা অবমাননা এবং বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যে অশোভন মনোভাব প্রকাশিত হচ্ছে, তা আমাদের দেশপ্রেমে আঘাত করেছে।"
এদিকে, শুভ্রাংশু ভক্ত অন্যান্য হাসপাতালগুলোকেও একই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "বাংলাদেশে ভারতের ভূমিকা ও মুক্তিযুদ্ধে অবদান থাকার পরও, আমরা বর্তমানে সেখানে ভারতবিরোধী মনোভাব দেখতে পাচ্ছি। আশা করি, অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন জানাবে এবং একই পদক্ষেপ নিবে।"
এর আগে, ভারতের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানান, তিনি বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেছেন। তিনি লিখেন, "বুয়েট বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ভারতের পতাকা পড়ে আছে! তাই, আমি আপাতত বাংলাদেশি রোগী দেখা বন্ধ করে দিয়েছি।"
হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের মধ্যে, বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ও বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের সরকারের কাছে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে।
এই ঘটনায় কলকাতার অন্যান্য বেসরকারি হাসপাতালের মধ্যে কিছু চিকিৎসকও একই ধরনের পদক্ষেপ গ্রহণের চিন্তা করছেন, তবে কয়েকটি হাসপাতাল সিইও দাবি করেছেন, এই বয়কটের কোনও বাস্তবিক প্রভাব পড়বে না, কারণ বাংলাদেশি রোগীরা তাদের হাসপাতালে তেমন আসে না।
ভোরের আকাশ/রন