logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৪
গণপূর্ত প্রকৌশলীর উদ্যোগে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি

গণপূর্ত প্রকৌশলীর উদ্যোগে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন

পিরোজপুরে গণপূর্ত প্রকৌশলীর উদ্যোগে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত ৮টায় ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

গণপূর্ত বিভাগের চত্বরে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ খায়রুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মুকিত হাসান খান, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ সৈকত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পিসহ আরও অনেকে।

প্রধান অতিথি প্রকৌশলী মোঃ খায়রুজ্জামান তার বক্তব্যে বলেন, "খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা গঠন করতে হবে। আগামীতে পিরোজপুর জেলায় ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডি সহ বিভিন্ন ধরনের খেলা ছড়িয়ে দিতে হবে।"
বিশেষ অতিথি মোঃ মুকিত হাসান খান বলেন, "পিরোজপুর পুলিশ সব সময় ভালো কাজের সাথে আছে, সব সময় খেলাধুলার পাশে আছে।"

 

ভোরের আকাশ/রন