বরিশালে ২৬তম জাতীয় ও ৩৩তম প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে (৩ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বরিশাল সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন সব্যসাচী দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীরা। অনুষ্ঠান সঞ্চালনা করছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সরকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।
এ সময় বক্তারা বলেন, সমাজের একটি বিশেষ অংশকে বাদ দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়। এজন্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে সমাজের সকল কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে ৩০ জন সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ভোরের আকাশ/ সু