সুনামগঞ্জের সীমান্ত এলাকায় জব্দকৃত চোরাই পণ্য ছিনিয়ে নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারিরা। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। পরে চোরাকারবারি দুইজনকে আটক করা হয়। সোমবার মধ্যরাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার মধ্যরাতে সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় রসুন জব্দ করে বিজিবি। জব্দকৃত রসুন ছিনিয়ে নিতে বাংলাবাজার বিওপি টহলদলের উপর হামলা চালায় চোরাকারবারি চক্র।
এসময় বিজিবি টহল দল সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করে পণ্য জব্দ করে। এতে দুই বিজিবি সদস্য আহত হন। এ ঘটনার পর দুই চোরাকারবারিকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তাঁরা।
ভোরের আকাশ/ সু