আগামীকাল থেকে শুরু হচ্ছে সাত দিন ব্যাপি বরিশাল বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় গ্রন্থের আয়োজনে বই মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এই বইমেলা প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বইমেলা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় নগরীর বেলর্স পার্কে বইমেলা উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহা: আ: হামিদ জমাদ্দার, (পিআরএল ভোগরত) ধর্ম মন্ত্রণালয়।
বরিশাল সার্কিট হাউসের হল রুমে এ উপলক্ষে ৩ ডিসেম্বর বিকেলে ৪ টায় বিভাগীয় কমিশনারের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন, উপ-পরিচালক স্থানীয় জেলা প্রশাসক বরিশাল, গৌতম বাড়ৈ, বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুফল চন্দ্র গোলদার প্রমুখ।
সরকারি বেসরকারি মিলিয়ে বিভিন্ন প্রকাশনীর ও সংস্থার মোট ৭৭টি স্টল থাকবে বই মেলায়।
ভোরের আকাশ/ সু