'অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফেনীতে পালিত হয়েছে ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণ শেষে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া এ মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি তাদের প্রতি সকলের বিশেষ দৃষ্টি থাকতে হবে।
সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্যাহর সঞ্চালনায় দিবসটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহীদ উল্যাহ।
এতে বক্তব্য রাখেন, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শরীফুল ইসলাম, সুইড ফেনীর সাধারণ সম্পাদক এডভোকেট সমীর চন্দ্র কর, শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, ফেনী জেলার ছাত্র সমন্বয়ক ওমর ফারুক, দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সংস্থার সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া সবুজ, ফেনী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মহিউদ্দিন মোহন, জাতীয় অন্ধ সংস্থা ফেনী শাখার সদস্য হাফেজ জাহেদুল ইসলাম প্রমুখ।
ভোরের আকাশ/ সু