logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৪ ১৯:৫৫
সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি'র যৌথ উদ্যেগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওযার্ড বিএনপির হাজারো নেতাকর্মী অংশগ্রহন করেন।

সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাড. শেরেনুর আলী, সেলিম আহমদ, নাদীর আহমদ,রেজাউল হক, আকবর আলী, ফারুক আহমদ, আতম মিসবাহ, আনসার উদ্দিন, জসিম উদ্দিন লালা, ব্যারিস্টার আবিদুল হক, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, রাকিবুল হাসান দিলু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার ভোটার বিহীন সরকার দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। দেশের জনগন গত ১৫ বছর স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। তারা দিনের ভোট রাতেই দিয়ে ভোটের বাক্স ভরে রাখত।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ভোটার বিহীন সরকার উন্নয়নের নামে দেশের জনগনের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে একেকজন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে হাজার হাজার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গুম খৃুনের রাজনীতি করেছে। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়ে এখন ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করতে একের পর এক ইন্দন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করছে। অবিলম্বে এসব চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অন্তবর্তী সরকারকে আরো কঠোর ভূমিকা রাখতে হবে।

পরে ভারতে বাংলাদেশী হাই কমিশনে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

 

ভোরের আকাশ/মি