logo
আপডেট : ৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৭
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক পাকিস্তানের হাইকমিশনারের
ভোরের আকাশ প্রতিবেদক

খালেদা জিয়ার সঙ্গে বৈঠক পাকিস্তানের হাইকমিশনারের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় এসে বৈঠক করে পাকিস্তানের হাইকমিশনার। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন অর্ধযুগ পর বেগম খালেদা জিয়ার গত ২১ নভেম্বর এবার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। এরপর তিনি মার্কিন অ্যাম্বাসিতে গিয়ে ভিসার জন্যে ফিঙ্গার প্রিন্ট দেন। পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। কথিত সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে সে মুহূর্তে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠকের খবরে রাজনীতিতে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। তবে, বিএনপির মিড়িয়া সেল বলছে, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।

 

ভোরের আকাশ/রন